স্মার্ট দেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে

দুর্নীতি বিরোধী র‌্যালিতে সিভাসু উপাচার্য

| বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল মঙ্গলবার ‘দুর্নীতি বিরোধী র‌্যালি’ বের করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালিতে নেতৃত্বে দেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

প্রক্টর অফিসের উদ্যোগে আয়েজিত র‌্যালিতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া এবং সমন্বয়ক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুগে যুগে আউলিয়া কেরামগণ মানবকল্যাণে কাজ করে গেছেন
পরবর্তী নিবন্ধচাঁদের বুড়ি