বিজিসি ট্রাস্ট ভার্সিটির ইংরেজী বিভাগের ডিবেটিং সোসাইটির বিতর্ক উৎসব

| বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের ডিবেটিং সোসাইটির বিতর্ক উৎসব গত সেপ্টেম্বর সম্পন্ন হয়। ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব। বিভাগের শিক্ষার্থী মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইংরেজী শিক্ষক ও মডারেটর মোহাম্মদ আজিম উদ্দিন, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক ঝিনুফার ইয়াসমিন, বিচারক প্যানেলের সদস্য জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী ও আইন বিভাগের শিক্ষক সিদরাতুল মুনতাহা তৃণা। প্রধান অতিথি বলেন, লেখাপড়া করে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সমাজকে দেশকেও আমাদের অনেক কিছু দেওয়ার আছে যা আমাদের সকলের দায়বদ্ধতা। বিতর্ক চর্চা আপনাকে একজন সুন্দর মানুষ হিসেবে উপস্থাপন করতে সাহায্য করে। বিতর্কের মাধ্যমে সুন্দর মার্জিত ভাষায় যুক্তি উপস্থাপন করে আমরা একটি সুন্দর সমাধানে আসতে পারি। আশা করি আগামী দিনে এই বিতার্কিকরা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

্ল্ল্লএই বিতর্ক উৎসবে ইংরেজী বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গোল্ড ফিন্‌চ চ্যাম্পিয়ন ও টীম ফিনিক্স রানার আপ, এবং ফাইনালে ৩য় সেমিস্টারের ছাত্রী দীপান্বিতা দাশ দোলা সেরা বক্তা এবং ২য় সেমিস্টারের ছাত্র দাউদ রাব্বানী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান জলিলনগরে গণশৌচাগারের ভিত্তিস্থাপন
পরবর্তী নিবন্ধচবি শাটলের বগি বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সমাবেশ