মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বেশি দাম রাখার দায়ে নগরীর হাজারী গলির সুতা এন্ড সন্স এবং মোমিন রোডের মিনতি মেডিকোকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। অভিযানের বিষয়ে উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ বলেন, স্যালাইনের সংকটের বিষয়ে আমরা হাজারী গলিতে অভিযানে গিয়েছিলাম। কিন্তু আমরা যাওয়ার খবরে ওষুধের দোকানি দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসে। তাই আমরা স্যালাইনের আছে কি নেই সে বিষয়টি নিশ্চিত হতে পারিনি। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বেশি দাম রাখার দায়ে হাজারী গলির সুতা এন্ড সন্সকে ৩০ হাজার টাকা এবং মোমিন রোডের মিনতি মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।