১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অতীশ দীপঙ্কর সোসাইটির মধ্য মাদার্শা সর্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার চৌধুরী। অতীশ দীপঙ্কর সোসাইটির সভাপতি সনৎ বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিন্টু বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন, মধ্য মাদার্শা সর্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ সুপাল বংশ থের, সুদয়ন বড়ুয়া, সমীর বড়ুয়া, ত্রিবরণ বড়ুয়া, জয়সেন বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন, মিঠুন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, রিটু বড়ুয়া, সোহেল, জয় রাজ, রোমেন, সনেট, অজয়, ঈমন, উৎসব, সীমান্ত,শান্ত, দ্বীপ তিলক, অভিষেক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












