নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড ও লোহাগাড়া থানার পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিশেষ অভিযানে নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীররাতে উপজেলার পৌরসদর, মুরাদপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা কাউছার আলম সুজন ওরফে সাদ্দাম, মো. মহিউদ্দিন জসিম, আনোয়ার হোসেন ও মো. বাবলু।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীর মধ্যে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের বিরুদ্ধে ৮টি নাশকতার মামলা রয়েছে। এছাড়া সাদ্দাম, আনোয়ার হোসেনের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা এবং মহিউদ্দিন জসিম ও বাবলুর বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। তারা সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলার আধুনগরে নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত মর্তুজা বেলাল (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল একই ইউনিয়নের তেলিপাড়ার মৃত ডা. এয়াকুবের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার বেলাল জামায়াত–শিবিরের একটি নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরো ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার বেলাল জামায়াত–শিবিরের একজন ক্যাডার। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।