এশিয়া কাপের ফাইনালে ভারত

৪১ রানে হারালো শ্রীলঙ্কাকে

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

এশিয়া কাপের ফাইনালে জায়গা করেন নিয়েছে ভারত। টুর্নামেন্টের সুপার ফোর পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে সবার আগে ফাইনালে রোহিত শর্মার ভারত। আগের ম্যাচে রানের বন্যা বইয়ে দেওয়া ভারত এই ম্যাচে অবশ্য ব্যাটিংটা মোটেও ভালো করতে পারেনি। তবে স্বল্প পুঁজিটাকেও নির্ভরতা বানিয়ে দিল ভারতের বোলাররা। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে এসে হেরে বসল। এখন এই পর্বের পাকিস্তানশ্রীলঙ্কা ম্যাচটি সেমিফাইনালে পরিণত হলো। এই ম্যাচে যে দল জিতবে তারা ফাইনালে সঙ্গী হবে ভারতের। এখন দেখার বিষয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় কোন দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ভারত শুরুটা দারুণ করেছিল। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল ৮০ রান তুলে নিয়েছিলেন। কিন্তু এই জুটি ভাঙ্গার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয়রা। গিল ১৯ রান করে ওয়াল্লেলাগের বলে বোল্ড হয়ে ফিরেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি এই ম্যাচে দুই অংকের ঘরেও যেতে পারলেন না। ফিরেছেন ৩ রান করে সেই ওয়াল্লেলাগের বলে সানাকার হাতে ক্যাচ দিয়ে। তবে রোহিত শর্মা তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাকেও ফেরান সেই ওয়াল্লেলাগে। ৪৮ বলে রোহিতের ৫৩ রানের ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ২টি ছক্কা। চতুর্থ উইকেটে ইশান কিশান এবং লোকেশ রাহুল মিলে যোগ করেন ৬৩ রান। কিন্তু এজুটি ভাঙ্গার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়তে থাকে ভারতের ব্যাটিং লাইন। আগের ম্যাচে সেঞ্চুরি করা রাহুলকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন সেই ওয়াল্লেলাগে।

৪৪ বলে ৩৯ রান করেন তিনি। ৬১ বলে ৩৩ রান করা ইশান কিশানকে ফেরান আশালাংকা। এরপর ওয়াল্লালাগের সাথে প্রতিযোগিতা চলেছে আরেক লংকান স্পিনার আশালাংকার। তবে ওয়াল্লালাগেকে পেছনে ফেলতে পারেননি আশালাংকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। শেষদিকে অক্ষর প্যাটেল ২৬ রানের সুবাধে দুইশ পার করে ভারত। ৫ বল বাকি থাকতে ২১৩ রানে থামে ভারত। ওয়াল্লালাগে ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট। আর আসালাঙ্কা ১৮ রানে নিয়েছেন ৪টি উইকেট। বাকি উইকেটটাও নিয়েছেন আরেক স্পিনার থিকসানা।

২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলের খাতায় ৭ রান যোগ হতেই নিশাংকাকে ফেরান বুমরাহ। এরপর কুশল মেন্ডিসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন বুমরাহ। পরের ওভারে সিরাজ ফেরান করুনারত্নেকে। ২৫ রানে তিন উইকেট নেই লংকানদের। সামারাবিক্রমা এবং আসালাংকা মিলে দলকে টানার চেষ্টা করেও ব্যর্থ হন। ৪৩ রান যোগ করেন দুজন। পরপর দুই ওভারে দুজনকে ফেরান কুলদিপ যাদব। সামারাবিক্রমা ১৭ এবং আসালাংকা করেন ২২ রান। ধনঞ্জয়া ডি সিলভা এবং দাশুন সানাকাকেও বেশিদূর এগুতে দেননি রবীন্দ্র জাদেজা। ৯ রান করা সানাকাকে ফেরান জাদেজা। ৯৯ রানে ৬ উইকেট হারানোর পর জেকে বসেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা এবং ওয়াল্লালাগে। ৬৩ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন দুজন। শেষ পর্যন্ত এজুটি ভাঙ্গেন জাদেজা। তিনি ফেরান ৪১ রান করা ডি সিলভাকে। তখনো লড়াই চালিয়ে যাচ্ছিলেন বল হাতে আগুন ঝরানো ওয়াল্লালাগে। কিন্তু হার্দিক পান্ডিয়া এসে ফেরান অপর প্রান্তের থিকসানাকে। নবম উইকেট হিসেবে রাজিথাকে ফেরান কুলদিপ যাদব। একবল পর পাথিরানাকে বোল্ড করে ম্যাচের ইতি টানেন কুলদিপ যাদব। শ্রীলঙ্কা থামে ১৭২ রানে। অপর প্রান্তে ৪২ রান করেও দলের পরাজয় দেখে মাঠ ছাড়তে হয়েছে দুনিথ ওযাল্লালাগেকে। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেওয়া কুলদিপ যাদব গতকাল নিয়েছেন ৪৩ রানে ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

পূর্ববর্তী নিবন্ধআমন চাষে ঘুরে দাঁড়াচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার কৃষক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ও লোহাগাড়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতা গ্রেপ্তার