জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, গত সাড়ে চৌদ্দ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সরকারের এ অবদানের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে দেশের উন্নয়ন অগ্রগতি ধংস হয়ে যাবে।
তিনি বলেন,দেশের মানুষের উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব এখনো সৃষ্টি হয়নি। তিনি গত শনিবার কোলাগাঁও ইউনিয়নে চাপড়া দুর্গা মন্দিরে সনাতনী সমপ্রদায়ের মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান চন্দন চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক রূপক শীল ও প্রদীপ কুমার চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, সমীর ভট্টাচার্য বুলবুল,অনাদি কুমার দাশ, উত্তম তালুকদার, মনোতোষ চৌধুরী, সৌরভ কুমার শীল, স্বরূপ চৌধুরী প্রমুখ।