পূর্ণাঙ্গভাবে অনলাইন চা নিলাম চালুর বিকল্প নেই

কর্মশালায় চা বোর্ডের চেয়ারম্যান

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে পূর্ণাঙ্গভাবে অনলাইন নিলাম সিস্টেম চালুর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে ক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অনলাইন নিলাম কার্যক্রমের সাথে তাদের অভ্যস্ত করে তুলতে হবে। এ লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে। গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)-এর চা নিলাম কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিটিএবি আয়োজিত এ কর্মশালায় চা বাগান মালিক, ক্রেতা ও ব্রোকারগণ অংশগ্রহণ করেন। টিটিএবির চেয়ারম্যান শাহ মাঈনুদ্দীন হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টি এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এ এ মাসরুর উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ইস্পাহানি টি লি. এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ডানকান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, চা বোর্ডের উপপরিচালক (বাণিজ্য) (ভা.) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি আনন্দমোহন রক্ষিত তাঁর সৃষ্টির মাঝে বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধশুধু সার্টিফিকেট নয় বিজ্ঞানের উদ্ভাবন চাই