আজাদীর হাওয়া

শওকত আলী সুজন | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

সব পত্রিকা পড়ার পরও

অপূর্ণতা থেকে যায়

পূর্ণতা পায় আজাদীটা

হকার যখন রেখে যায়।

এই আজাদী পড়ে করি

পুলকিত মনটাকে

পড়ার খেয়াল এমন যে হয়

মিনিট বুঝি ঘণ্টাকে।

আমার লিখা প্রথম ছড়া

তিরানব্বই সালেতে

এই আজাদী প্রকাশ করে

হাওয়া দিলো পালেতে।

পূর্ববর্তী নিবন্ধজানুন, আমিত্বময় জগত সংসারের প্রধান যন্ত্রণা
পরবর্তী নিবন্ধনিজেকে ভালো রাখার ইচ্ছেটাকে জাগিয়ে তুলতে হবে