পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

এশিয়া কাপের সবচাইতে বড় আকর্ষণ ছিল ভারত এবং পাকিস্তানের ম্যাচ। তবে সে আকর্ষণের প্রথম পর্বটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আর সে কারণেই কিনা আয়োজকরা সুপার ফোর পর্বে এই দুই দলের ম্যাচটিতে রিজার্ভ ডে রেখেছিল। আর সে রিজার্ভ ডে কাজেও এসেছে। সুপার ফোর পর্বের দুই দলের ম্যাচটি প্রথম দিন বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। তবে গতকাল রিজার্ভ ডে তে ভারতের কাছে পাত্তাই পেলনা পাকিস্তান। একরকম খড় খুটোর মত উড়ে গেল। আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার ফোর পর্ব শুরু করল ভারত।

গতকাল পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। বিরাট কোহলি আর লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের পর কুলদিপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তান। কোহলিরাহুলের ব্যাটিংয়ে যে রানের নিচে চাপা পড়েছিল পাকিস্তান সেখান থেকে আর বের হয়ে আসতে পারেনি বাবর আজমরা। বোলারদের চাইতেও বেশি ব্যর্থ হয়েছে পাকিস্তানের ব্যাটাররা। বিশাল এই জয়ের ফলে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভারত। যদিও তারা আজ স্বাগতিক শ্রীলংকার মোকাবেলা করবে। আজ যারা জিতবে তারা সবার আগে চলে যাবে ফাইনালে। অপরদিকে পাকিস্তানকে ফাইনালে যেতে হলে শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে। একই সাথে চোখ রাখতে হবে ভারতশ্রীলংকা ম্যাচের দিকেও।

পূর্ববর্তী নিবন্ধখেলায় হেরে মঞ্চে ভাঙচুর করল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধআর এক ফুট বাড়লেই ছাড়তে হবে কাপ্তাই লেকের পানি