সিএসইতে লেনদেন ৭.৮৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৭.৮৮ কোটি টাকা। ২,১৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৯০.৯৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৪.৩৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৮৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭০.৭৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১০২.৬২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৫,৯১৫.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৩ টির, কমেছে ৫৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

পূর্ববর্তী নিবন্ধএখন সান্ত্বনার জয় পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধব্রিটিশ পার্লামেন্টে চীনের গুপ্তচর!