চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাইস্কুল ৫০তম আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় তারা কাস্টম একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল ১০ সেপ্টেম্বর সকালে পাহাড়তলী রেলওয়ে সরকারী স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম উত্তর কাট্টলী মোস্তফা হাকিম হাইস্কুলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও সনদ তুলে দেন। এ সময় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, ভাইস প্রিন্সিপাল মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার মজুমদার, কোচ অজিত দে সহ শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন ট্রফি ও সনদ বিতরণকালে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, ক্রীড়াই শক্তি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের দেহ ও মন বিকশিত হয়। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়রা পরিপক্ক হয়। এতে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা গড়ে উঠে। তিনি পড়ালেখার পাশাপাশি খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করার পরামর্শ দেন।