কাপ্তাই
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলা ভিত্তিক ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য্য এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া। উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের ফুটবল এবং ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন প্রতিটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
পটিয়া
পটিয়া প্রতিনিধি : পটিয়ায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উদ্বোধনী দিনে ফুটবল খেলায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ১–০ গোলে কেলিশহর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত মজুমদার, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সরওয়ার হায়দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাসেম, খোরশেদ গণি, পুলক চৌধুরী, আবুল কালাম বাবুল, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক আমির হোসেন, সুনিল কুমার বড়ুয়া, মাস্টার পিযুষ কুমার বড়ুয়া, মাষ্টার শ্যামল কান্তি দে, তৌফিক ইবনে সালাম প্রমুখ।