সমপ্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের আয়োজনে এবং আইকিউএসির সহযোগিতায় বিভাগের শিক্ষক–শিক্ষার্থীদের নিয়ে দ্বিমাসিক কলোকুইয়ামের অংশ হিসেবে অনুষ্ঠিত হল এক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ একাডেমিক ভবনে বিভাগের কম্পিউটার ল্যাবে ‘লেটেক : এ সায়েন্টিফিক ডকুমেন্ট প্রিপারেশন টুল’ শিরোনামে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে লেটেকের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। সকল অংশগ্রহণকারীকে দিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওপেন সোর্স টেক ডিস্ট্রিবিউশন মিকটেক, লেটেক আইডিই টেকস্টুডিও এবং পিডিএফ রিডার সূমাত্রা পিডিএফ ইন্সটলেশন করানোর মধ্য দিয়ে প্রশিক্ষণের সূচনা করেন মোহাম্মদ ইফতেখার মনির। এরপর পর্যায়ক্রমে তিনি লেটেক ইনপুট এবং আউটপুট ফাইল, ডকুমেন্ট ক্লাস, নিউ ফাইল, ক্লাসসমূহের টেমপ্লেট, ইনপুট ফাইলের প্রিএম্বল এবং ডকুমেন্ট অংশের সাথে পরিচিতি, টেবল অব কনটেন্ট, পার্ট, চেপ্টার, সেকশন, সাবসেকশন ইত্যাদি তৈরি এবং এই সকল অংশের অধিনে সাধারণ টেঙট প্রদান ও এডিটিং, গাণিতিক সমীকরণ লেখা, টেবল তৈরি, ফরমেটিং ইত্যাদির উপর বিস্তারিত আলোচনা করেন। কমান্ড, গ্রুপ এবং এনভায়রনমেন্ট তৈরির মাধ্যমে ডকুমেন্ট প্রস্তুতির উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রিসোর্স পারসন ইফতেখার মনির। বিভাগের পরবর্তী কলোকুইয়ামে লেটেকে গ্রাফিঙ এবং বিবলিওগ্রাফি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার প্রত্যশা ব্যক্ত করে প্রশিক্ষণ সমাপ্ত করেন ইফতেখার মনির। বিভাগের শিক্ষক মামুন–অর–রশিদের সভাপতিত্বে এই কর্মশালায় গণিত অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামসমূহের কেপ্সটন কোর্সের শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।