বোয়ালখালীতে ‘ঋণগ্রস্ত’ মোবাইল মেকানিকের আত্মহত্যা

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গলায় ফাঁস লাগিয়ে বাসু বড়ুয়া (৪০) নামে এক মোবাইল মেকানিক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল রোববার বিকলে উপজেলার শাকপুরা ৫ নং ওয়ার্ডের বড়ুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাসু বড়ুয়া ওই এলাকার মনিন্দ্র লাল বড়ুয়া বাড়ির মৃত রাসবিহারী বড়ুয়ার ছেলে। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন বাসু। এক পর্যায়ে পরিবারের সদস্যরা এ অবস্থা দেখে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় বাসুকে চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে মৃত্যু হয় তার।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন সংবাদ কর্মী জানান, বাসু নগরীর কোতোয়ালীর মোড়ে একটি মোবাইল দোকানে মেকানিক হিসেবে কাজ করে যা পেতেন তা দিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হত। অর্থ কষ্টে বিভিন্ন ব্যক্তি ও ঋণ দান সংস্থার কাছ থেকে বিশাল টাকার ঋণ নেনে বাসু। ঋণগ্রস্ত হয়ে পড়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করছেন তারা।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী চিন্তাধারা ও সংস্কৃতির বিকাশে গভীর প্রভাব ফেলেছে সুফিজম : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধদেড় টন পচা চা ধ্বংস