লায়ন জেলা গভর্নরকে চিটাগাং সিনিয়রস্‌’ ক্লাবের সংবর্ধনা

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৫৫ পূর্বাহ্ণ

লায়ন এমডিএম মহিউদ্দীন চৌধুরী বাংলাদেশ জেলা গভর্নর নির্বাচিত হওয়ায় চিটাগাং সিনিয়রস্‌’ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি লায়ন এমডিএম মহিউদ্দীন চৌধুরী বলেন, এটা আমার একার অর্জন নয়, এটা চট্টগ্রামবাসীর অর্জন এবং আমি মনে প্রাণে কামনা করি এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়িয়ে সমাজ কল্যাণ, প্রগতি এবং অন্ধকার বিনাশি আলোর প্রদীপ জ্বালবে।

সভাপতির বক্তব্যে চিটাগাং সিনিয়রস্‌ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, অত্র ক্লাবের উন্নয়ন ও সম্প্রসারণে লায়ন এমডিএম মহিউদ্দীন চৌধুরী পরামর্শক ও উপদেশক হিসেবে আগেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কমিটি মেম্বার এম. ইয়াকুব আলী। কমিটি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, জাহিদুল ইসলাম (মিরাজ), ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), সৌরিন দত্ত এবং ওয়ালিউল আবেদীন শাকিল। এতে আরও উপস্থিত ছিলেন এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, ইঞ্জিঃ পরিমল কান্তি চৌধুরী, মোঃ গোলাম মোস্তফা কাঞ্চন, এম.আর. দে, সুলতানুল আবেদীন চৌধুরী, ডাঃ সরফরাজ খান চৌধুরী, শাহ্‌ আলম (বাবুল), ইঞ্জিঃ মোঃ আবুল কাশেম, বেলায়েত হোসেন, লিয়াকত আলী খান, এডভোকেট মনতোষ বড়ুয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ছগির চৌধুরী, শেখ মোহাম্মদ ইয়াকুব, অশেষ কুমার উকিল, ডাঃ ভাগ্যধন বড়ুয়া, অঞ্জন শেখর দাশ, মোঃ সরওয়ার আলম, উৎপল রক্ষিত, মোঃ ফজলুল করিম ভূঁইয়া (টিপু), মোঃ আজিজুর রহমান, লিয়াকত আলী হাওলাদার, .এম. শমসের তসলিম, মোহাম্মদ মুছা, মোহাম্মদ সৈয়দ, মোঃ গিয়াসউদ্দিন, শাহ্‌নেওয়াজ চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, ডাঃ বিশ্বনাথ দাশ, এম.. বশর, মোহাম্মদ আবু জাফর, ডাঃ মোঃ শাহাদাত হোসেন, এম.. কবির মিল্কী, মোহাম্মদ মহসিন, মোঃ হাছান, প্রফেঃ ডাঃ মোঃ জসিম উদ্দিন, মাশফিকউলহাসান, মোঃ মোশারফফ্‌ হোসেন (মিন্টু), মোহাম্মদ সানাউল্লাহ, মাহাবুবুর রহমান, গোলাম মহিউদ্দিন (বাবুল), মোঃ কামরুল হুদা, ডাঃ সৈয়দ মেজবাহউল হক, ডাঃ মোহাম্মদ লিয়াকত আলী খান, মোঃ ছাবেদুর রহমান, ডাঃ এস.এম. টিপু সুলতান, নিখিল চন্দ্র চৌধুরী, ডাঃ মেজবাহ উদ্দিন আহম্মদ, তিলক কুমার মল্লিক, দেবাশিষ পালিত, প্রদীপ কুমার দাশ, মোহাম্মদ আবুল বশর চৌধুরী, বাসুদেব সিন্‌হা, সোমেন কুমার দত্ত, আব্দুল কাইয়ুম চৌধুরী, মোঃ মহিবুর রহমান চৌধুরী, দীপঙ্কর চৌধুরী, অজিত কুমার দাশ, মোঃ জসিম উদ্দিন, মোঃ ওমর ফারুখ চৌধুরী, মাসুদ পারভেজ চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, তানভীর আহম্মদ, দিলদার আহম্মদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, পলাশ কান্তি দে, কাজী সানোয়ার আহম্মদ (লাভলু), মোঃ আবদুস সালাম (মাসুম), টুলু কলিমউল্লাহ, এড. ফাহিম উদ্দিন চৌধুরী, রুবেল কান্তি ধর, দিলীপ কুমার ধর, মোঃ আব্দুল রাজ্জাক, মোহাম্মদ কামরুল ইসলাম, মানস দাশ গুপ্ত, আফনান ইসলাম, উত্তম কুমার তালুকদার, সালমা লুসি ও তাঁদের পরিবারবর্গ। সংবর্ধনা পর্ব শেষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ভারত থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘পরিবর্তনশীল সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই’
পরবর্তী নিবন্ধরাউজানে ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত