ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেছেন, মজলুম নিপীড়িত সুবিধাবঞ্চিত ভাগ্যবিড়ম্বিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। সমাজে যারা সৌভাগ্যবান তাদের অনেক দায় দায়িত্ব রয়েছে। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও এসব দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করে যেতে হবে। সৈয়দবাড়ি দরবার শরিফের উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল এবং ১১ রবিউল আউয়াল অনুষ্ঠেয় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা একথা বলেন।
গতকাল মাওলানা মুহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন পীরজাদা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা, মাওলানা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী, চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, হাজী আবু আহমদ সওদাগর, জহির উদ্দিন বাবর, মুহাম্মদ নূরুল আবছার, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ আলমগির, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ আনোয়ার। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রেস বিজ্ঞপ্তি।












