হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক ছিলেন মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্য। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার, অঞ্জন শেখর দাশ, বাবুল ঘোষ বাবুন।
বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি ও অভিষেক উদ্যাপন পরিষদের সদস্য সচিব ডা. অঞ্জন কুমার দাশের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশপ্রিয় চৌধুরী বিনয় এবং স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. শুভাশীষ শর্মা। আরো বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, দেবাশীষ দত্ত ক্রেডিট, শুভাশীষ চৌধুরী, নারায়ন দাশ, নির্মল মজুমদার, বিধান বিশ্বাস, অ্যাড. সুব্রত মুখার্জী, অম্লান কার্ত্তিক, মিহির কান্তি রায় প্রমুখ। নবগঠিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান অ্যাড. তপন কান্তি দাশ। আরো বক্তব্য রাখেন প্রীতম চৌধুরী, পরিমল দত্ত, তপন কান্তি ধর, এস প্রকাশ পাল, লায়ন কৈলাশ বিহারী সেন প্রমুখ। অনুষ্ঠানে পদাবলী কীর্ত্তন পরিবেশন করেন অনন্যা দত্ত ও তার দল। প্রেস বিজ্ঞপ্তি।











