রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সে ধর্মীয় সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ত্রৈমাসিক বর্ষবাসের উপসোথিক সংঘদান উপলক্ষে এই ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ইছামতী ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের উপবিহার অধ্যক্ষ ও ধর্মীয় সম্পাদক স্বরূপ আনন্দ থের। সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি রাজগুরু ইন্দ্রাছাড়া মহাস্থবির।
.











