চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ফুলতলা টাওয়ারে শ্রীশ্রী জয়রাম লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে শিবকল্প মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৩ তম আবির্ভাব উৎসব দিনব্যাপী অনুষ্ঠিত গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সেবাশ্রম সভাপতি ডা. তপন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশন ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী এবং প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সহ–মহিলা সম্পাদিকা শিল্পী চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাগীশিক বাকলিয়া থানা সংসদ উপদেষ্টা তুষার চৌধুরী, ডা. অলক দাশ, সভাপতি তুষার মজুমদার, সিনিয়র সহ–সভাপতি সুমিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ও উৎসব কমিটির আহ্বায়ক সুকুমার চৌধুরী, সহ–সাংগঠনিক সমম্পাদক– সুমন শীল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদিকা রুনু দাশ এবং উৎসবের প্রতিষ্ঠাতা স্বপ্না চৌধুরী।
সংগঠক পণ্ডিত প্রান্ত আচার্য্য ও রাখী সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেবাশ্রম সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী ও উৎসব কমিটি সদস্য সচিব পিন্টু দত্ত। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, পূজা, গীতাপাঠ প্রতিযোগিতা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, প্রসাদ আস্বাদন, সংগীতাঞ্জলী, যুব ও মাতৃ সম্মেলন, বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি পলাশ কান্তি নাথ রণী বলেন, মহাপুরুষগণ যুগে যুগে সমাজ ও মানবতার কল্যাণে পৃথিবীতে আবির্ভূত হন। লোকনাথ ব্রহ্মচারী বাবা জীবদ্দশায় গীতার নির্দেশাবলী মেনে চলে তিনি জীবন্ত গীতা হয়েছিলেন। আমরা তাঁর অতিমানবীয় চরিত্র অনুশীলন করে আলোকিত হতে পারি। বর্তমান আধুনিক যুগে মহাপুরুষদের জীবন চরিত ও ধর্মীয় নীতি শিক্ষার ভূমিকা অনস্বীকার্য।










