বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র–চট্টগ্রামের মতবিনিময় সভা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে গতকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র স্টেডিয়াম প্রতিনিধি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মো. মসিউর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এনএইচটি হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর তৈয়মুর মোরশেদকে চেয়ারম্যান, মমতা গ্রুপের পরিচালক তৌহিদ আহমেদকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, মেসার্স মাঈনুদ্দিন কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ মনির উদ্দিনকে সম্পাদক এবং মমতাময়ী ক্লিনিকের পরিচালক ইরফান কাদরীকে ম্যানেজার করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র প্রিমিয়ার ডিভিশন ফুটবল কমিটি গঠন করা হয়।