জাগৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত প্রথম খেলায় মাতামুহুরী দল টাইব্রেকারে ২–০ গোলে বুড়িগঙ্গা দলকে এবং দ্বিতীয় খেলায় সাঙ্গু দল গোমতী দলকে ৫–০ গোলে পরাজিত করে।
এতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মাতামূহুরী দলের মো. মোখতার উদ্দিন রুবেল ও সাঙ্গু দলের মো. সাজ্জাদ হোসেন। মো. বোরহান উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং হাদী মো. জমির উদ্দিন ও কফিল উদ্দিন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক হাসান ও হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম জাকির হোসেন।