পটিয়ায় শ্রীমাই খালের অবৈধ একটি বালু মহাল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের নির্দেশে পটিয়া ভূমি অফিসের ভূমি সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানসহ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের এ পয়েন্ট বন্ধ করে দেন।
জানা যায়, সমপ্রতি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সদ্য খনন করা খাল ও নির্মাণ করা বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি বরাবরে অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামরক্ষায় গত কয়েক বছর আগে প্রথম দফায় শ্রীমাই খালের আর.এস সিট মোতাবেক পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরী মূল খাল খনন করে দেন। এরপর গত কয়েকমাস আগে ওই খালের গভীরতা বাড়িয়ে ও বেড়িবাঁধ তৈরি করেন। এর ফলে গত প্রাকৃতিক দুর্যোগে পটিয়া পৌর এলাকাসহ বড় একটি অংশ ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পায়। কিন্তু হঠাৎ কয়েক সপ্তাহ ধরে মাটি ব্যবসায়ী সিন্ডিকেট ইচ্ছেমত স্থান থেকে বালু কেটে বিক্রি করে আসছিল। এর ফলে সদ্য খনন করা খাল, বেড়িবাঁধসহ ফসলি জমি হুমকির মুখে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন জানান, শ্রীমাই বালু মহাল ইজারা নিয়ে ইজারাদার ৯ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম
ভিন্ন স্থানের বাহুলী পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অবৈধ বালু মহালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি সেখান থেকে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।