নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অবৈধ পথে আসা বার্মিজ গরু ও মহিষ জব্দ করেছে ১১ বিজিবি।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) টহল দল বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল থেকে মালিক বিহীন ২টি বার্মিজ গরু এবং ২টি মহিষ জব্দ করে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকার অধিক বলে জানা যায়। আটককৃত গরু ও মহিষ পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে।