চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মশারি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌরমেয়র জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় গতকাল শুক্রবার বিকালে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদুল হক চৌধুরী মার্শাল, জন শক্তি বিষয়ক সম্পাদক অমল রুদ্র, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম কায়সার, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মন্নান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির, পৌরসভার যুবলীগের সভাপতি কে বি এম আসাদ রাসেল, সাধারণ সম্পাদক সরোয়ার আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদেক্ষেপ নিয়েছেন। এছাড়াও আমরা একটি মেডিকেল টিম গঠন করছি, যার মাধ্যমে চাইলে যে কোন ডেঙ্গু রোগী পরামর্শ ও চিকিৎসা নিতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।