পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন সামনে আনলেন কিম

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন একটি সাবমেরিনের নামকরণের একটি অনুষ্ঠান করেছেন। পিয়ংইয়ং দাবি করেছে যে, এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটি চটজলদি দেশের পারমাণবিক প্রতিরোধকে শক্তিশালী করেছে। খবর বাংলানিউজের।

উত্তর কোরিয়া যে ধরনের অস্ত্র তৈরি করতে চায়, সেই তালিকায় পারমাণবিক হামলাকারী সাবমেরিন দীর্ঘদিন ধরে রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, নৌ কর্মকর্তারা তার পাশে ভিড় করে আছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হংকংয়ে
পরবর্তী নিবন্ধমালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৫ সেনাসহ নিহত ৬৪