পাবেলের নতুন গান ‘আইজ কাইল আই আইলে’

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেলের আরও একটি নতুন গান দর্শক হৃদয়ে বেশ সাড়া জাগিয়েছে। ‘আইজ কাইল আই আইলে’ শিরোনামের চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গানটি সমপ্রতি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই বেশ রেসপন্স পাচ্ছেন বলে জানান এই শিল্পী।

কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেল হরহামেশাই ‘হিট অব বাংলা গান’ অথবা রাতারাতি ভাইরাল গানের তকমা পেয়ে যান। অসংখ্য দর্শকপ্রিয় গান রয়েছে পাবেলের ঝুলিতে। জনপ্রিয়তার শীর্ষে থাকা পাবেল বাজিমাৎ করেছেন দ্বৈতকন্ঠের ‘বুক চিনচিন করছে হায়’, ‘টুকরো টুকরো করে দেখ আমারই অন্তর’ গানগুলোই দিয়েই। এরপরেও একেরপর এক নতুন গান দিয়ে জায়গা করে নিচ্ছেন দর্শকদের মনে।

গানের প্রসঙ্গে পাবেল বলেন, চট্টগ্রামের এই আঞ্চলিক গানটা আমার এতো পছন্দের যে গেয়েই ফেললাম। আশা করি সবার খুব ভাল লাগবে আমার ভার্সনটা। এর আগের মিউজিক ভিডিও ‘দিওয়ানা’ ও চাটগাঁইয়া হেডম নাটকে গাওয়া ‘ও বদ্দা’ গানে বেশ ভাল সাড়া পেয়েছি। গান দুটো আমার ইউটিউব চ্যানেল চধনবষ এ পাওয়া যাবে।

নতুন এই আঞ্চলিক গানে পাবেলের কন্ঠে, কথা ও সুর দিয়েছেন সিরাজুল ইসলাম আজাদ এবং সংগীতে ছিলেন আদিব কবির। মিউজিক ভিডিওটির মডেল ছিলেন পাবেল ও মেধা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে ফাঁস ‘জওয়ান’!
পরবর্তী নিবন্ধদেশে ফিরে আসতে পারেন মুশফিক