ঢাকায় গাইবেন দর্শন রাভাল

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

ভারতের তরুণ সংগীতশিল্পী দর্শন রাভাল। তার কণ্ঠে ‘খিচ মেরি ফটো’, ‘চোগাড়া’, ‘কাভি তুমহে’ কিংবা সামপ্রতিক সময়ের ‘ঢিন্ডোরা বাজে রে’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির চার নম্বর হলে গাইবেন তরুণ এই গায়ক। খবর বাংলানিউজের।

এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘লেটস ভাইব উইথ দর্শন রাভাল লাইভ ইন ঢাকা’। এতে দর্শনের সঙ্গে গাইবেন বাংলাদেশের তরুণ গায়ক তানভীর ইভান।

আয়োজনটি করছে টোয়েন্টি টু ইভেন্টস লিমিটেড। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক ঘণ্টা সময় নিয়ে শ্রোতাদের গান শোনাবেন দর্শন রাভাল। দর্শকশ্রোতাদের নিরাপত্তার দিক বিবেচনা করে রাখা হচ্ছে সবরকম ব্যবস্থা। প্রথমবার ঢাকার কনসার্ট নিয়ে দর্শন একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে এই গায়ক বলেছেন, হ্যালো ঢাকা, আমি প্রথমবার আসছি গান করতে। দ্রুত তোমাদের টিকিট সংগ্রহ করে নাও। দেখা হবে খুব তাড়াতাড়ি।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতার ড্যানি মাস্টারসনের যাবজ্জীবন কারাদণ্ড
পরবর্তী নিবন্ধইতিহাস সৃষ্টি করে দেশের গ্রেক্ষাগৃহে চলছে ‘জওয়ান’