উচ্চারকের ‘ভাদরে নজরুল’

আজাদী ডেস্ক | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজন ‘ভাদরে নজরুল’ অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, নজরুল ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা অতুলনীয়।

গতকাল সন্ধ্যায় নগরীর এম এম আলী রোডে জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে এই আয়োজনে উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সদস্য এ এস এম এরফান ও শামীমা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন নাট্যনির্দেশক ও তথ্যচিত্র নির্মাতা হিমেল ইসহাক, কবি ও বাউলতাত্ত্বিক স্বপন মজুমদার এবং নজরুল গবেষক অধ্যাপক বাবলা চৌধুরী।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী মন্দিরা চৌধুরী, সানজিদা রহমান ও তুলতুল চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন ইকবাল হোসেন জুয়েল, রিয়া মনি দাশ, রাজেশ্বরী চৌধুরী, নুরজাহান লুবনা, পূণম দত্ত, মো. হামিদ উদ্দিন, রুবাইয়া বিনতে আকবর, ফারিহা ফেরদৌস, ঋতু বিশ্বাস, সম্পূর্ণা বড়ুয়া ও সঞ্জয় দাশ। দ্বৈত আবৃত্তি করেন ইকরা বিনতে বিল্লাহ ও রোকসানা আফরিন সিলভিয়া।

শামীমা ইয়াছমিনের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘হিন্দুমুসলমান’ পরিবেশন করেন উচ্চারক শিশু কুঞ্জের শিশুশিল্পী ফাবিহা তাহের আবৃত্তি, পড়শী বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, অর্পিতা চৌধুরী, ফারাহ তাহের প্রকৃতি, ওয়াকেয়া তাবাসসুম আহমেদ, মোবাশশেরাহ আহমেদ, জাহানারা সানজিদ, আবদুল্লাহ আল শায়ান, অনিরুদ্ধ বড়ুয়া, আরাধ্যা ধর, আয়ুশ ধর ও সৌনক বড়ুয়া। অনুষ্ঠানে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা কবি শাশ্বত টিটোর ‘বিপ্লবীর চিঠি’ কবিতার আবৃত্তির ভিডিওগ্রাফি প্রদর্শন করা হয়। এটি নির্মাণ করেছেন হিমেল ইসহাক।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা দেশে ইসলামের জন্য যা করেছেন, অন্য কেউ করেনি : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅভিনেতার ড্যানি মাস্টারসনের যাবজ্জীবন কারাদণ্ড