এবারও দুর্গাপূজায় ভারতে যাবে ইলিশ

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৬ পূর্বাহ্ণ

প্রতিবছরের ন্যায় এবারও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। যা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, গত বছর ৪৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। খবর বাংলানিউজের।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা সূত্রে জানা গেছে, প্রতিবছর দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এবারও সেই ধারাবাহিকতায় অনুমতি দেওয়া হবে। তবে কত প্রতিষ্ঠানকে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

রপ্তানি শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ ভারতে এবারও ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে। তবে এর পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। অনেকেই আবেদন করেছেন, সেখান থেকে যাচাইবাছাই করব। প্রায় ১০০ প্রতিষ্ঠান আবেদন করেছে। এরমধ্যে মৌসুমি ব্যবসায়ী বেশি। সেখান থেকে আমরা একটি সংক্ষিপ্ত তালিকা করব। আগামী ১৫ তারিখের মধ্যে বৈঠক করে এটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, গতবার যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নির্ধারিত পরিমাণ মাছ রপ্তানি করতে পারেনি। মাছ রপ্তানির বিষয়টি মূলত কী পরিমাণ মাছ ধরা পড়ল সেটির ওপর নির্ভর করে। তাই আমরা প্রতিষ্ঠানের সক্ষমতা দেখে অনুমতি দেব।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন এখন বাস্তব, দুর্ভোগের অবসান
পরবর্তী নিবন্ধমহেশখালীতে পাহাড়ি ঢলে বিধ্বস্ত ২শ বাড়িঘর