ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭০৬ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন ঢাকাতে এবং চার জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭০৬ জনের মধ্যে ঢাকাতে ৫০৮ জন এবং সারা দেশে রয়েছে (ঢাকা সিটি ব্যতীত) ১৯৮ জন। খবর বাংলানিউজের।
দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যাওয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল। চলতি বছরে এখন পর্যন্ত গতবছরের দিগুনের বেশি মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৮৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮৪২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে মোট এক হাজার ৮৪২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭১৭ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১২৫ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের চার সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৪২ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ঢাকাতে ৬৫ হাজার ১৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মোট এক লাখ ৩২ হাজার ১৫১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।