মালয়েশিয়ায় সড়কের কাজ করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হেলাল বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের গুইল্যাখালী ৭নং ওয়ার্ডের মৃত ছৈয়দুল হকের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশী হেলাল উদ্দিন তার কর্মস্থল মালয়েশিয়ার বেনথংয়ে ড্রেনের কাজ করার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়েন।
পরে সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় বেনথং হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তিনি মারা যান।
নিহত হেলাল উদ্দিনের লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
জানা যায়, হেলাল উদ্দিন প্রায় দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। প্রবাসে থাকাকালীন সময়ে তার বাবা ও মায়ের মৃত্যু হয়। বিগত কিছুদিন আগে দেশে এসে বিয়ে করে আবার গত ৭ জুন মালয়েশিয়ায় চলে যান তিনি।
পরিবারের উপার্জনক্ষম যুবক হেলাল উদ্দিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।