একজনকে ২২ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা সংঘটিত করার দায়ে দ্য প্রাউড বয়েজ নামে একটি সংগঠনের সাবেক নেতাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমেরিকান গণতন্ত্রের আসনে আক্রমণ চালানোর দায়ে কোনো একজন মূল হোতার বিরুদ্ধে এটাই এখনো পর্যন্ত দেয়া দীর্ঘতম সাজার ঘটনা। গত মে মাসে হেনরি এনরিকে টারিও নামে ওই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ষড়যন্ত্রসহ অন্যান্য অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন এ ধরনের অভিযোগ আনা হতো। ৩৯ বছর বয়সী টারিও দাঙ্গার সময় ওয়াশিংটনে না থাকলেও তিনি দাঙ্গায় কট্টর ডানপন্থী সংগঠনটির সংশ্লিষ্টতায় সহায়তা করেছেন। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এক হাজার একশর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি বাংলার। মঙ্গলবার তার সাজা ঘোষণার আগে টারিও ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনায় নিজের ভূমিকার জন্য পুলিশ এবং ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের কাছে ক্ষমা চান। ওই দিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবনে হামলা চালায় যেখানে জো বাইডেনের জয়ের অনুমোদন প্রক্রিয়া চলছিল। ওয়াশিংটনের ফেডারেল কোর্ট হাউজে তিনি বলেন, আমি অত্যন্ত লজ্জিত এবং হতাশ কারণ তারা দুঃখকষ্টের কারণ হয়ে দঁাঁড়িয়েছিল। আমার বাকিটা জীবন এই লজ্জা নিয়েই বেঁচে থাকতে হবে। আমি আমার নিজেরই সবচেয়ে খারাপ শত্রু ছিলাম।

পূর্ববর্তী নিবন্ধওয়াগনার বিদ্রোহের পর থেকে নিখোঁজ রুশ জেনারেলকে দেখা গেল
পরবর্তী নিবন্ধওয়াগনারকে সন্ত্রাসী বাহিনী ঘোষণা করছে যুক্তরাজ্য