চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ভিশন শিপিং এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার হ্যান্ডবল লিগের গ্রুপ পর্বে বড় বাধা অতিক্রম করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৩৬–২৬ গোলের বড় ব্যবধানে বক্সিরহাট ইয়ংম্যানস্ ক্লাবকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব সমান তালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে উঠেনি। ফলে হার মানতে হয় তাদের। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের পক্ষে সংগ্রাম ১০টি, পুলিং ৯টি গোল করেন। অপরদিকে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের পক্ষে ফয়সাল ৮টি গোল করেন। গতকালের জয়ের ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সুপার লিগ পর্বে যাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল যাবে সপার লিগে। গতকাল দিনের অন্যান্য ম্যাচগুলোতে ক্রিসেন্ট ক্লাব ৮–১ গোলে ওপিএ কে পরাজিত করে। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে অন্তর একাই করেন ৬টি গোল।
এছাড়া বাকলিয়া একাদশ ২১–৭ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বাকলিয়া একাদশের পক্ষে ঝাও ঝাও ও রবিন ৫টি করে গোল করেন। মুক্ত বিহঙ্গ ১৫–১৩ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। মুক্ত বিহঙ্গ ক্লাবের পক্ষে পাশা ১০টি এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে আরাফাত ৬টি গোল করেন। ফ্রেন্ডস ক্লাব ১৭–৫ গোলে চট্টগ্রাম আবাহনী লি. জুনিয়রকে পরাজিত করে। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে মহিন ৬টি করে গোল করেন। এদিকে আজ ৭ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪টায় সিজেকেএস ভিশন শিপিং ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগের উদ্বোধন করা হবে।