৮ সেপ্টেম্বর ইনসানিয়াত বিপ্লব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পটিয়া উপজেলা ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার দিনব্যাপী প্রচার–প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নের কমলমুন্সীর হাট থেকে শুরু করে শাহচান্দ আউলিয়া মাজার গেইট, বাসস্টেশন, সবুর রোড, পোস্ট অফিস মোড়, উপজেলা গেইট, কাগজীপাড়া, আমজুর হাট শান্তির হাট, ভেল্লা পাড়া ক্রসিং, কর্ণফুলী কলেজ বাজার, মইজ্যার টেক, কালার পোল, বাদামতল, মুন্সীর হাট, পাচুরিয়া মনসার টেক, মনসার চৌমুহনীসহ নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ইলিয়াস শাহ, শেখ নাঈম উদ্দিন, রেজাউল কায়ছার, কামরুল আলম নকীব, এম রহিম, ক্যাপ্টেন মহসিন, হাফেজ ফরিদুল আলম, কুতুব উদ্দিন, আবুল কালাম, নাফিজ নিজাম, আবদুল হাকিম, নজরুল ইসলাম, ডা. সাদ্দাম হোসেন, মীর সুজন, তৌকির ইসলাম, হাফেজ আবদুল মান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।