রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়ার ‘স্বাধীনতা বঙ্গবন্ধু ও অন্যান্য প্রবন্ধ‘ গ্রন্থের প্রকাশনা উৎসবে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া বলেছেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই বাঙালির ঠিকানা। স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুকে জেনে বুঝে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে।
তিনি গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে আলোচক ছিলেন ড. আনোয়ারা আলম ও অধ্যাপক রীতা দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত লেখক ড. মাহবুবুল হকের ভূমিকা পাঠ করেন গল্পকার ফারজানা রহমান শিমু। এরপর গ্রন্থের মোড়ক উন্মোচন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তব্য রাখেন নেছার আহমদ, দীপক বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক ববি বড়ুয়া, মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, কবি জসীম উদ্দিন খান, ডা. কল্যাণ বড়ুয়া, নাসের রহমান, সৈয়দ খালেদুল আনোয়ার, রুনা তাসমিনা, কবি আনন্দমোহন রক্ষিত, লিপি বড়ুয়া, মহসিন চৌধুরী, ইফতেখার মারুফ, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, গৌতম কানুনগো, অধ্যাপক পিংকু দাশ, আবুল কালাম বেলাল, শিপ্রা দাশ, মর্জিনা আখতার, লিটন কুমার চৌধুরী, অধ্যাপক পলাশ মুৎসুদ্দি, সুমি দাশ, অনুজ কুমার বড়ুয়া, জোনাকি দত্ত, সৌভিক চৌধুরী, মিতা পোদ্দার, বিলাস কান্তি দাশ, মার্জিয়া খানম সিদ্দিকা, প্রদ্যেুাত কুমার বড়ুয়া, জাহানারা মুন্নী, সৈয়দ জিয়াউদ্দিন, কবি শরণংকর বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।