শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনের আহ্বান

বাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভা

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সাধারণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বাকশিস, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে ওমরগণি এমইএস কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যক্ষ এ কে এম ইছমাইল, অধ্যক্ষ মিছবাউর রহমান, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ মারুফুল ইসলাম, অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, উপাধ্যক্ষ শাহীন আল রাজী, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, অধ্যাপক ইউনুস মিয়া, অধ্যাপক স্বপন কুমার নাথ, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক নাছরিন বেগম, অধ্যাপক মাকসুদা বেগম, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক হোসেন শহীদ অহিদুল আলম, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, অধ্যাপক হাসনা বানু, অধ্যাপক আবু নঈম মো. ইব্রাহীম চৌধুরী, অধ্যাপক সঞ্জীব সেনগুপ্ত, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক ফোরকান উদ্দিন লাহেরী, অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক জসিম উদ্দিন প্রমুখ। বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষে অধ্যক্ষ দবির উদ্দিন খান, অধ্যাপক ফাউজুল কবির ও অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীকে উপদেষ্টা, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরীকে আহ্বায়ক, অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমকে যুগ্ম আহ্বায়ক করে বাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সভায় সংগ্রামী ভূমিকা পালন করার স্বীকৃতি স্বরূপ অধ্যক্ষ মেসবাহ উল আলম (মরণোত্তর), অধ্যাপক দিদারুল ইসলাম, অধ্যাপক ফাউজুল কবির ও অধ্যাপক মো. আবু তাহের চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে বাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও সংবর্ধনা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সভায় গ্রহণ করা হয়েছে। অধ্যাপক আবু জাফর সিদ্দিকীকে আহ্বায়ক ও অধ্যাপক কাজী মাহবুবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে বিশ্ব শিক্ষক দিবস পালন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সভায় বলা হয় শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসন ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সভায় বেসরকারি শিক্ষকদের সমপর্যায়ের প্রতিষ্ঠান ও সমস্তরের পদে বদলি চালু করার নীতিমালা অবিলম্বে কার্যকর করার আহবান জানান। সভায় গৃহীত অপর প্রস্তাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রামের শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রতি চরম অবহেলা, কতিপয় কর্মকর্তার অসৌজন্যমূলক দুর্ব্যবহার, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর ব্যবস্থাপনা, দুর্নীতি ও হয়রানির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার চবির বিজ্ঞান অনুষদের পাশে ১১ ফুট লম্বা অজগর
পরবর্তী নিবন্ধ‘স্বাধীনতা বঙ্গবন্ধু ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থের প্রকাশনা উৎসব