সৃজনশীলতা ছড়াচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

হাবীবুর রহমান | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

সৃজনশীলতা ও আন্তর্জাতিক মান প্রদান,

দুইয়ের প্রয়াস নিয়ে গড়ে উঠেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। উচ্চ শিক্ষার এই প্রতিষ্ঠান এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রামে শিক্ষার প্রসারে অবদান রেখে চলছে।

২০০৮ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা ইডিইউতে বর্তমানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে স্নাতকের পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীও। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে তিনটি স্কুলের অধীনে ৬ টি আন্ডারগ্রেড এবং ৬ টি পোস্টগ্রেড প্রোগ্রাম চালু রয়েছে। এতে স্নাতক পর্যায়ে যেমন রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, তেমনি রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান, ইংরেজি এবং ইকোনমিক্স এ অধ্যয়নের সুযোগ। পাশাপাশি, বৈশ্বিক ল্যান্ডস্কেপের চাহিদা অনুযায়ী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অফার করছে ‘মাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডারশিপ’ এবং ‘মাস্টার অফ সায়েন্স ইন ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস’ এর মতন দু’টি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। বর্তমান দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ডেটা ভিত্তিক স্কিলস এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা যাতে সমাজে ও প্রতিষ্ঠানে মৌলিক প্রভাব রাখতে পারে, সেই ধারণাকে প্রাধান্য দিয়ে ইডিইউ অফার করছে গবেষণানির্ভর এই দু’টি প্রোগ্রাম। বিশ্বের আর্থসামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামোর ক্রমবর্ধমান পরিবর্তনশীল প্রকৃতির কারণে, সামপ্রতিক বছরগুলিতে নানাবিধ বিষয় এবং স্কিলসের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষার্থীরা যাতে সমসাময়িক বিশ্বের সাথে সমন্বয় রেখে নিজেদের প্রস্তুত করতে পারে, সেই ভাবনাকে মাথায় রেখে স্কুলগুলো সাজানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইডিইউর সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউনিভার্সিটির দক্ষ ফ্যাকাল্টি সদস্য। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ইডিইউ বিশ্বাস করে, ক্রমাগত পরিবর্তনশীল এই শিক্ষাব্যবস্থায় ছাত্রছাত্রীদের পরিপূর্ণ এবং কার্যোপযোগী শিক্ষাদানের জন্য প্রয়োজন সুবিবেচনাপূর্ণ এবং সময়োপযোগী পদ্ধতি। এই ধারণাকে গুরুত্ব দিয়ে, ইডিইউর শিক্ষকনির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়, যেখানে একজন আবেদনকারীর অ্যাকাডেমিক দক্ষতার পাশাপাশি, তার টিচিং ফিলোসফি, লিখিত ও মৌখিক পরীক্ষা, এবং ক্লাসরুমে শিক্ষার্থীদের কোনো একটি জটিল বিষয় সাবলীলতার সাথে বোঝানোর ক্ষমতা এর উপর গুরুত্ব প্রদান করা হয়। পাশাপাশি, শিক্ষকদের জন্য নিয়মিতভাবে বিভিন্ন মাত্রিক কর্মশালা আয়োজনের জন্য আছে ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ল্যাব’।

ভর্তির প্রথম বছরে শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে পারদর্শিতার তারতম্য এবং উপস্থাপনায় দুর্বলতা কাটিয়ে ওঠাসহ ইডিইউর আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমের সাথে স্টুডেন্টদের সুপরিচিত করার জন্য রয়েছে। প্রচলিত পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীদের উন্নতি ও মেধা যাচাইয়ে এই প্রোগ্রামে রয়েছে বিশেষ কোর্সওয়ার্ক। যেখানে রকমারি সৃষ্টিশীল কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক ঘাটতিগুলো কাটিয়ে উঠে। তাছাড়া, পড়াশোনা চলাকালীন সময়েই শিক্ষার্থীরা যাতে বহির্বিশ্বের বিভিন্ন প্রসিদ্ধ এবং নামি প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হয় তা প্রত্যক্ষভাবে জানার সুযোগ পেতে পারে, সে উপলক্ষ্যে ইডিইউতে রয়েছে তিন ক্রেডিটের ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে গিয়ে বিশ্বমানের কোম্পানিগুলোর পরিচালনপদ্ধতি সম্বন্ধে ধারণা পায়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সম্বন্ধে জ্ঞান আহরণ করে।

সর্বোপরি, গ্লোবাল জব মার্কেটে কী কী গুণাবলি এবং স্কিলস প্রয়োজন হয়, এবং কীভাবে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করবে তা সম্বন্ধে ছাত্রছাত্রীরা জানতে পারে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, ‘শিক্ষা’ জীবন পরিবর্তনের একটি অপরিহার্য হাতিয়ার। এটি সম্ভাবনার একটি মাধ্যম, যা একজন মানুষকে তার জীবনের নানাবিধ প্রতিবন্ধকতা পার করে এগিয়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। আর্থিক সমস্যা যাতে একজন মেধাবী শিক্ষার্থীর পরিপূর্ণ শিক্ষালাভের বিপরীতে প্রতিবন্ধক হিসেবে কাজ না করতে পারে, সেই উদ্দেশ্যে ইডিইউ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য বেশ কয়েকটি বৃত্তি প্রোগ্রাম এবং তহবিল প্রতিষ্ঠা করেছে। অ্যাকাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের বৃত্তি পুরস্কৃত করা হয়। সর্বোপরি, বহির্বিশ্বে এতো উন্নয়নের মাঝেও নারীরা এখনো বিভিন্ন উপায়ে বৈষম্যের সম্মুখীন হচ্ছে। তাই, সমাজের এমন হাজারো অসংলগ্নতার বিপরীতে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নেরম উদ্দেশ্যে, ইডিইউ অফার করছে ‘উইম্যান এমপাওয়ারমেন্ট এন্ড লিডারশিপ ফান্ড’, যার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির নারী শিক্ষার্থী সম্পূর্ণরূপে ফ্রি তে পড়াশোনা করতে পারবে।

কাঠামোগত পাঠ্যসূচির বাহিরে ইডিইউতে রয়েছে নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমের সুযোগ। রোবোটিক সোসাইটি, সোশাল সার্ভিস ক্লাবসহ এমন ১৫ টি স্টুডেন্ট ক্লাব এবং সোসাইটি রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, এবং তাদের নানাবিধ গুণাবলি অন্বেষণ করতে পারে। তাছাড়া, উচ্চাকাঙ্খী উদ্যোক্তা এবং উদ্ভাবকদের সহায়তা করার প্রয়াস নিয়ে ইডিইউতে রয়েছে ‘ইনকিউবেশান ফাউন্ড্রি’ এবং ‘ফিউচার ফ্যাক্টরি’ এর মতন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সম্ভাবনাময়ী শিক্ষার্থীরা তাদের ভিশন বাস্তবায়নের জন্য সহযোগিতা পেয়ে থাকে। তাছাড়া, নিয়মিতভাবে ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম এবং সেমিনার আয়োজন করা হয়, যার মধ্যে চাকরি প্রত্যাশীদের জন্য ‘প্লেসমেন্ট ডে’, আলোচনাভিত্তিক অনুষ্ঠান ‘পলিসি ডায়ালগ সিরিজ’, ‘টেড টক’, শিক্ষাভিত্তিক ‘হায়ার এডুকেশন ফর প্রফেশনাল’ উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয়সূত্র আরো জানায়, পাঠকার্যক্রম শুরুর মাত্র ৭ বছরের মাঝে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করে ইডিইউ, এবং ২০১৭ সালে সবচাইতে কম সময়ে স্থায়ী ক্যাম্পাস এ শিক্ষাকার্যক্রম শুরু করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি দ্রুততম সময়ে এই সাফল্য অর্জন করলেও, ক্যাম্পাসের প্রতিটি অংশ নির্মাণে করা হয়েছে রিসার্চ, অট্টালিকা তৈরি করে মূলধারার জনস্রোতে গা না ভাসিয়ে ক্যাম্পাসকে করা হয়েছে বিস্তৃত। শিক্ষার্থীরা যেন তাদের চিন্তাকল্পনার দ্যুতি পরিপার্শ্বে একে অপরের মাঝে ছড়াতে পারে, তা নিয়ে আলোচনা করতে পারে, সেই কল্পনাকে বাস্তবায়িত করতে, রোমান সভ্যতার আদলে ক্যাম্পাসের উত্তরপাশে তৈরি করা হয়েছে এম্ফিথিয়েটার। পাশাপাশি, ইডিইউর ক্যাম্পাসে সর্বোচ্চ জায়গা বরাদ্দ করা হয়েছে লাইব্রেরির জন্য। বিশ্ববিদ্যালয়ের দ্বিতল লাইব্রেরির সারি সারি আলমারিতে থরে থরে সাজানো রয়েছে প্রায় পনেরো হাজার বই।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই প্রাকৃতিকভাবে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের জন্য ব্যবস্থাপনা তৈরি করেছে ইডিইউ কর্তৃপক্ষ, যা পুরো ক্যাম্পাসের প্রাত্যহিক বৈদ্যুতিক খরচের প্রায় শতকরা ৪০ ভাগ জোগান দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

লেখক : স্টাফ রিপোর্টার, দৈনিক আজাদী

পূর্ববর্তী নিবন্ধআজাদীর পাতায় পাতায় এখনো শৈশবের শিউলি আর কামিনীর সুঘ্রাণ
পরবর্তী নিবন্ধইডিইউ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যথাযথ শিক্ষামান এবং অনুকূল পরিবেশ প্রদানে আমরা সংকল্পবদ্ধ