সীতাকুণ্ডে ঝরনায় ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বিলাসী ঝরনার নিচে থাকা কূপে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এ কে এম নাইমুল হাসান (২০) নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী নাথপাড়ার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাইমুল হাসানের লাশ উদ্ধার করেন।

নাইমুলের সঙ্গে থাকা সহপাঠীরা জানান, তারা তিনজন গতকাল সকালে চট্টগ্রাম থেকে বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনা দেখতে এসেছিলেন। একপর্যায়ে ছবি তোলার সময় নাইমুল পা পিছলে কূপের পানিতে পড়ে যায়। ঝরনার পানি যেখানে পড়ে, সেখানে কূপ খুব গভীর ছিল। নাইমুল সাঁতার জানতেন না। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়।

বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীর মৃতদেহটি পানি থেকে উদ্ধার করে। তিনি বলেন, ঝরনার পানি পড়ে তৈরি হওয়া কূপটির গভীরতা ১২ থেকে ১৫ ফুট। যারা সাঁতার জানেন না, তাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, ৯৯৯ এ খবর পেয়ে পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে যাই। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ওই পর্যটকের লাশ উদ্ধার করি। মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅপহরণের দুদিন পর শিশুটিকে রেখে গেল ষোলশহরে
পরবর্তী নিবন্ধজিপিএ-৫ পেয়েও কলেজ জুটেনি চট্টগ্রামের ৫০১ শিক্ষার্থীর