অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সাতকানিয়ার ব্যবসায়ীর

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ১২:১৩ পূর্বাহ্ণ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন সাতকানিয়ার এক ব্যবসায়ী। তার নাম আবদুল হান্নান (৩৮)।

গত বুধবার (৩০ আগস্ট) দুপুরে সাতকানিয়ার কেরানীহাট থেকে যাত্রীবাহী বাসযোগে চকরিয়া যাওয়ার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকালে মারা যান।

ব্যবসায়ী আবদুল হান্নান সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়ার শামসুল ইসলামের পুত্র। তিনি চকরিয়ার চিরিংগা বাজারে আনোয়ার শপিংয়ে জুতার ব্যবসা করতেন।

সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল আলম সোহেল জানান, আবদুল হান্নান দীর্ঘদিন ধরে চিরিংগা বাজারে আনোয়ার শপিংয়ে জুতার ব্যবসা করে আসছেন।

ঘটনার দিন দুপুরে (বুধবার) হান্নান কেরানীহাট থেকে ঈগল বাসযোগে চকরিয়া যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

এসময় অজ্ঞান পার্টির লোকজন হয়তো চেতনানাশক ওষুধ সেবন করিয়ে অথবা শুকিয়ে তাকে অজ্ঞান করার পর নগদ ৬৮ হাজার টাকা ও মোবাইল ফোন সহ সবকিছু ছিনিয়ে নেয়। পরে তাকে অচেতন অবস্থায় চকরিয়া বাস স্টেশনে ফেলে যায়।

পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে মারা যান তিনি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, “এ বিষয়ে কেউ পুলিশকে কিছু জানায়নি। এখন খোঁজখবর নিয়ে দেখব।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে থানা থেকে ছোট ভাইকে ছাড়িয়ে আনতে গিয়ে গ্রেফতার বড় ভাইও
পরবর্তী নিবন্ধফেসবুকে সুইসাইড নোট, পুলিশ গিয়ে দেখে পরিবারের সঙ্গে দিচ্ছে আড্ডা