সচেতনতা ডেঙ্গু প্রতিরোধের একমাত্র হাতিয়ার

কুসুমপুরায় মশারি বিতরণে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণ খাইন গ্রামে দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। গত শনিবার ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবরের উদ্যোগে এ মশারি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।এছাড়াও এলাকায় খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জাতের সবজি বীজ এবং মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার প্রসারে তিনি ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। মশারি বিতরণকালে হুইপ বলেন, ডেঙ্গু বর্তমানে খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এর জন্য প্রয়োজন সবার সচেতনতা। সচেতনার মাধ্যমেই একমাত্র ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে এলাকার কিশোর যুবকদের মাঝে যে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরী করা হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা মিজানুর রহমান, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন সরোয়ার, শামসুল আলম, নুরুল হক ফকির, আব্দুল মোতালেব, আব্দুল মালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না
পরবর্তী নিবন্ধনগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা