৬৫০ কোটির ক্লাবে ছুটছে রজনীকান্তের ‘জেলার’

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চলতি বছর বলিউড সিনেমার জয়জয়কার। এ বছর মুক্তিপ্রাপ্ত বলিউডের প্রায় প্রত্যেকটি সিনেমাই সাড়া ফেলেছে। জয়ের মিছিলে যোগ দিয়েছে দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমাটিও। গতকাল ৫ সেপ্টেম্বর মনোবালা বিজয়বালান টুইটারে জানিয়েছেন, প্রথম সপ্তাহে, ‘জেলার’ বিশ্বব্যাপী ৪৫০.৮ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে, সিনেমাটি তার বিশ্বব্যাপী মোট আয়ের সঙ্গে আরও ১২৪.১৮ কোটি আয় করেছে। মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল সিনেমা। ভারতের স্বাধীনতা দিবসে সিনেমা প্রেক্ষাগৃহে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল। সিনেমায় দেখা যাবে অবসরপ্রাপ্ত জেলার টাইগার মুথুভেল পান্ডিয়ানের গল্প বলে যে নিজের ছেলের খুনিকে ধরতে এক সফর শুরু করে। জেলারের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। সিনেমা ঘিরে রজনীকান্তের ভক্তদের তুমুল উৎসাহ ছিল।

পূর্ববর্তী নিবন্ধআয়ুষ্মানই সৌরভ, ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দাদার বায়োপিকের শুটিং
পরবর্তী নিবন্ধঅজিত রায় স্মরণানুষ্ঠান