দেশের প্রেক্ষাগৃহে ‘জাওয়ান’ মুক্তি

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি মুক্তি নিয়ে অনেক আগে থেকেই মতবিরোধ রয়েছে। মুক্তির সিদ্ধান্ত ও ভারতীয় ছবি চালানোর পরও এই বিরোধ চলমান। একপক্ষ চাইছে ভারতীয় ছবি আসুক, আরেক পক্ষ চাইছে না আসুক। এই নিয়ে বক্তব্যপাল্টা বক্তব্যও কম আসেনি। আর ৭ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জাওয়ান’ মুক্তি দেয়া নিয়ে এই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই মধ্যে বরেণ্য চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ঘোষণা দিয়েছেন, দেশের হলে ‘জাওয়ান’ মুক্তি দেয়া যাবে না। সেটা হলে দায়িত্বপ্রাপ্তদের টেনেহিঁচড়ে নামানো হবে। এদিকে বিশ্বের সঙ্গে একই সময়ে মুক্তির লক্ষে সেন্সরে জমা পড়েছে ‘জাওয়ান’। অন্যদিকে পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দু’টি বাংলা সিনেমা। একটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’, আরেকটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’।

তারা দু’জনেই ছবির মুক্তির আবেদন করেছিলেন। তবে শেষমেশ কী হয় তাই এখন দেখার বিষয়। তবে প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন, শুক্রবার। তাই বৃহস্পতিবার মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ইন্ডিয়া’ বাদ? দেশের নাম কি শুধু ‘ভারত’ হচ্ছে!
পরবর্তী নিবন্ধদ্বিতীয় সিনেমায় নাম লেখালেন সাইফপুত্র