বিশেষ এই ট্রাকে রয়েছে কয়েক ডজন সৌর প্যানেল, যা বছরে ১০ হাজার কিলোমিটার পর্যন্ত চলানোর জন্য দরকারি বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। পরবর্তী প্রজন্মের যানটি এরইমধ্যে মহাসড়কে পরীক্ষা করা হয়েছে। আর স্ক্যানিয়া এটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে চায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট। নতুন এই প্রযুক্তির গবেষকদের দাবি, পেরোভস্কাইট নামের সৌর কোষ ব্যবহার করে ভবিষ্যতে এর উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা সম্ভব।
দক্ষ ও হালকা সৌরকোষ নিয়ে আমাদের গবেষণা সত্যিই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভবিষ্যতের ট্রাকগুলোয় এটি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিলে।—বলেন সুইডেনের উপসালা ইউনিভার্সিটির অধ্যাপক এরিক জোহানসন। এই প্রকল্পে কাজ করেছেন তিনি। এটি এমনই এক চমকপ্রদ প্রকল্প, যেখানে শিক্ষা ও শিল্প একইসঙ্গে ট্রাক উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কাজ করছে।