নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা থেকে নিখোঁজ হওয়া ৩ বছরের শিশু আবদুল্লাহকে ৩৯ ঘণ্টা পরও পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে বোরকা পরিহিত যে মহিলার পেছন পেছন আবদুল্লাহ হেঁটে যাচ্ছিল গতকাল রাত ১টা পর্যন্ত সেই মহিলারও সন্ধান পাওয়া যায়নি।
নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের রুহুল আমিনের বাড়ির প্রবাসী মাহবুবুল আলমের ৩ বছরের ছেলে আবদুল্লাহ গত সোমবার সকাল ১০টা ২০ মিনিটে পরিবারের সদস্যদের অলক্ষ্যে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সিসিটিভি ফুটেজে আবদুল্লাহর আগে বোরকা পরিহিত এক মহিলাকে হাঁটতে দেখা যায়। তারপর থেকে সে নিখোঁজ।
আবদুল্লাহর চাচা মো. সাইমুন বলেন, আবদুল্লাহ হঁাঁটতে হাঁটতে কখন বাসার বাইরে চলে গেছে কেউ জানে না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা এক মহিলার পেছনে তাকে হেঁটে যেতে দেখা গেছে। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
চান্দগাঁও থানার ওসি তদন্ত মনিবুর রহমান আজাদীকে বলেন, ৩ বছরের শিশু আবদুল্লাহর খোঁজ এখনো পাওয়া যায়নি। পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে। ডিসি স্যার, এসি স্যার, ওসি সাহেবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজে বোরকা পরিহিত যে মহিলাকে দেখা গেছে তাকে আমরা খুঁজছি। তাকে পাওয়া গেলে শিশুটিকেও পাওয়া যাবে। যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সব জায়গার ফুটেজ দেখছি। রিকশা থেকে নেমে কোথায় গেছে তার ফুটেজ পাওয়া যাচ্ছে না। গাড়িতে উঠেছে কিনা, উঠলে কোথায় গেছে, এসব বিষয় নিয়ে কাজ করছি। সব জায়গায় তো সিসিটিভি নেই। তবে আমরা আশাবাদী, সহজেই শিশুটিকে উদ্ধার এবং ওই মহিলাকে গ্রেপ্তার করতে পারব।