আনসারের লাঠিতে মাথা ফাটল রোগীর স্বজনের

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

আনসার সদস্যের লাটির আঘাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক রোগীর স্বজনের মাথা ফেটে গেছে। আহত ব্যক্তি হচ্ছেন মো. মাহফুজ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতালের ছয় তলায় ৩৩ নম্বর প্রসূতি বিভাগের ফটকে তাকে আঘাত করেন আনসার সদস্য মো. রফিকুল ইসলাম। আহত মাহফুজের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া অভিযুক্ত রফিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনসারের জোন কমান্ডারকে নির্দেশ দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। এরপর তাকে হাসপাতাল থেকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, ওয়ার্ডে ঢোকা বের হওয়া নিয়ে আনসার সদস্যের সঙ্গে মাহফুজের প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর তা হাতাহাতির পর্যায়ে যায়। এক সময় রফিকুল ইসলাম মাহফুজকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে সেখানে হাসপাতালে কর্তব্যরত পুলিশ ও হাসপাতালের ওয়ার্ড মাস্টার উপস্থিত হন।

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত আনসারদের ইনচার্জ জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার পর আমাদের আনসার কমান্ডার এসেছেন। বিষয়টি তিনি দেখছেন। এই ঘটনায় জড়িতদের সঙ্গে কথা বলছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজাদীকে বলেন, আনসার ছয় তলায় লাঠি নিয়ে ডিউটি করবে কেন? ওখানেতো তার হাতে লাঠি থাকার কথা নয়। প্রসূতি বিভাগে ঝামেলা বেশি থাকে যদিও। তবু সে তো স্বজনের গায়ে হাত তুলতে পারে না। এ জন্য তাকে শাস্তির আওতায় আনার জন্য আনসার জোন কমান্ডারকে বলেছি। মাহফুজকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজাদী চট্টগ্রামের মুখপত্র হয়েই থাকতে চায়
পরবর্তী নিবন্ধসমুদ্রবাণিজ্যে ওশানগোয়িং শিপ ওনার্স এসো’র ক্ষমতা স্থগিত