লালখান বাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

নগরের লালখান বাজারের চাঁনমারী রোডে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে রফিক ও রিপন নামে দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় রিপনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় জাহাঙ্গীর আলম নয় তলা ভবনটি নির্মাণ করছেন একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে। অভিযোগ আছে, সেখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি।

লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলাল সাংবাদিকদের বলেন, বিকাল ৩টার দিকে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুজন আহত হয়েছে। ভবনটি সিডিএ প্ল্যান না মেনেই করা হচ্ছিল। রাস্তার জায়গা ছাড়েনি। নালা, র‌্যাম্প রাখা হয়নি। নির্মাণ কাজ চলার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়নি। চসিকের সভায় বিষয়টি নিয়ে আমি কথাও বলেছি। শেষ পর্যন্ত সেই ভবনটিতেই দুর্ঘটনা ঘটলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কাজ করার সময় হঠাৎ পা স্লিপ খেয়ে পড়ে গুরুতর আহত হয় রিপন। পৌনে চারটার দিকে তাকে হাসপাতোলে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে সহকারীর লাশ রেখে পালালেন ট্রাকচালক
পরবর্তী নিবন্ধ৩৯ ঘণ্টা পরও শিশুটির খোঁজ মিলেনি