ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের দায়ের করা পৃথক দুটি অর্থঋণ মামলায় স্বামী–স্ত্রী–ছেলেসহ পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তারা হলেন, আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স এক্সিমকের মালিক সাউথ খুলশী এলাকার ব্যবসায়ী কবির উদ্দিন ভূঁইয়া, তার স্ত্রী শাম্মী কবির এবং মোহরা এলাকার শামসু স মিলের মালিক ব্যবসায়ী শামসুল আলম, তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে মিজানুর রহমান।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শামসুল আলম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ২০২১ সালে ৬৬ কোটি টাকা ঋণ আদায়ে মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অন্যদিকে ২০১৫ সালে ১১ কোটি ৪৫ লাখ টাকা ঋণ আদায়ে ব্যবসায়ী কবির উদ্দিন ভূঁইয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে ন্যাশনাল ব্যাংক।