একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল গত রাতে প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে চট্টগ্রামসহ ৯টি সাধারণ ও ২টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের একাদশ শ্রেণির ভর্তির ফল একযোগে প্রকাশ করা হয়। সারা দেশের সব বোর্ডের অনলাইন আবেদনের ভিত্তিতে বুয়েট রেজাল্ট প্রসেস করেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত রাতে প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। পরবর্তী ফল প্রকাশিত হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ওইদিন ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হবে। ২য় মাইগ্রেশন এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়।
এদিকে প্রথম পর্যায়ে ৮৭০১ জন ছাত্রছাত্রী কোনো কলেজ পায়নি। শিক্ষার্থীদের অতি আত্মবিশ্বাসই তাদেরকে ভর্তির প্রতিযোগিতা থেকে ছিটকে ফেলেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।
বোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮০টি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাস করা ১ লাখ ২৩ হাজার ১৫১ ছাত্রছাত্রী আবেদন করে। গত রাতে প্রকাশিত ফলাফলে এদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছে। ৮ হাজার ৭০১ জন কোনো কলেজ পায়নি।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ছাত্রছাত্রীদেরকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে ভর্তি হতে হবে। আগামী ৮ অক্টোবর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম পর্যায়ের ভর্তির আবেদন গ্রহণ শুরু হয় ১০ আগস্ট। ২০ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রথম পর্যায়ে চট্টগ্রামের প্রায় ১ লাখ ২৩ হাজারসহ সারা দেশে ১৬ লাখ ১৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির জন্য আবেদন করে। উক্ত আবেদন যাছাই বাছাই করে গত রাতে একযোগে প্রথম পর্যায়ের ভর্তি ফল প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ২৮ জুলাই। এবার গড় পাসের হার ছিল ৮০.৬৫ শতাংশ।
এসএমএসে কলেজ ভর্তির ফল : চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, কলেজ তথা একাদশ শ্রেণির ভর্তি ফল ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিল সেটি সচল রাখতে হবে। কারণ একাদশ শ্রেণির ভর্তির ফল মোবাইল এসএমএস নিজে করে জানা যাবে না, কর্তৃপক্ষ মোবাইল এসএমএস করে ফলাফল জানিয়ে দেবে। এসএমএসের মাধ্যমে ফলাফলের সাথে একটি সিকিউরিটি কোডও প্রদান করা হবে, যা পরবর্তীতে ভর্তিতে কাজ লাগতে পারে। তাই সেটি সংরক্ষণ করা আবশ্যক বলে বোর্ড কতক্ষৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বলেন, অনলাইনে আবেদনের সময় সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ থাকলেও অনেক শিক্ষার্থী ৫–৬টির বেশি কলেজের উল্লেখ করেনি। তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল যে, ৫–৬টি কলেজের মধ্যে যেকোনো একটিতে আসন পাবে। কিন্তু সেটা হয়নি। ১০টি কলেজের নাম উল্লেখ থাকলে তারা আসন পেয়ে যেত।