দিবস : আন্তর্জাতিক দাতব্য দিবস। শকুন সচেতনতা দিবস
১৫৬৬ অটোমান সাম্রাজ্যের সুলতান সোলায়মান–এর মৃত্যু।
১৫৬৮ ইতালীয় কবি ও দার্শনিক তম্মাজো কাম্পানেল্লা–র জন্ম
১৫৬৯ ফ্লেমিশ চিত্রশিল্পী পিটার ব্রুগেল–এর মৃত্যু।
১৬১২ চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়।
১৭৩৫ জার্মান সংগীতস্রষ্টা ইয়োহান ক্রিস্টিয়ান বাখ্–র জন্ম।
১৭৬৩ ব্রিটিশ বাহিনী রাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৭৮১ অস্ট্রীয় সংগীতস্রষ্টা আন্টন ডিয়াবেল্লি–র জন্ম।
১৮২৭ অ্যান্টি সেপটিক বা বীজবারক ওষুধের আবিষ্কর্তা স্যার সোসেফ লিস্টার–এর জন্ম।
১৮৫৭ ফরাসি দার্শনিক ওগ্যুস্ত কোঁৎ–এর মৃত্যু।
১৮৮৮ ভারতের রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ–এর জন্ম।
১৮৯৫ লোকগীতি সংগ্রাহক সুরকার ও দোতারাবাদক কানাইলাল শীলের জন্ম।
১৮৯৮ বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ড. সতীশচন্দ্র খাস্তগীর–এর জন্ম।
১৯০৩ ভারতের কৃতী ব্যাটসম্যান ওয়াজির আলীর জন্ম।
১৯০৫ পোর্টমাউথের সন্ধির ফলে রুশ–জাপান যুদ্ধের (১৯০৪–১৯০৫) অবসান ঘটে।
১৯০৯ দক্ষিণ আফ্রিকার সাম্যবাদী নেতা ইউসুফ মহম্মদ দাদু–র জন্ম।
১৯০৯ বঙ্গীয় নাট্যশালার অবিস্মরণীয় নাট্যজন অর্ধেন্দুশেখর মুস্তোফী–র মৃত্যু।
১৯২৯ খ্যাতনামা কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক মোহিনী চৌধুরীর জন্ম।
১৯৫৯ শ্রীলংকার প্রধানমন্ত্রী এস বন্দরনায়েক নিহত হন।
১৯৬০ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের সম্পাদনায় চট্টগ্রামের ‘দৈনিক আজাদী’ প্রথম প্রকাশিত হয়।
১৯৬২ ভারতে শিক্ষক দিবস পালন শুরু হয়।
১৯৭১ বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শহিদ হন।
১৯৭৪ লোকসংগীতশিল্পী আবদুল আলীম–এর মৃত্যু।
১৯৯৪ কায়রোতে আন্তর্জাতিক জনসংখ্যা শীর্ষ সম্মেলন শুরু।
১৯৯৫ খ্যাতনামা গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর মৃত্যু।
১৯৯৭ দুস্থ ও দুর্গত মানুষের সেবায় নিবেদিত–প্রাণ মাদার তেরেসার মৃত্যু।